• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০২:২২:৫৩ (20-Nov-2025)
  • - ৩৩° সে:

সমাবর্তন ঘিরে বর্ণিল সাজে হাবিপ্রবি

২০ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৫৬:২২

সংবাদ ছবি

হাবিপ্রবি প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় সমাবর্তন। আসন্ন এই আয়োজনকে কেন্দ্র করে রঙিন সাজে সজ্জিত করা হয়েছে পুরো ক্যাম্পাস। চারদিকে বইছে উৎসবের আমেজ।

Ad

আগামী ২২ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত এই সমাবর্তন। এতে অংশ নেবেন প্রায় ৮২০০ শিক্ষার্থী, যা দেশের বৃহৎ সমাবর্তনগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হচ্ছে।

Ad
Ad

সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বিজয় ২৪ হল মাঠে আয়োজিত এ মহোৎসবে যুক্ত হবেন হাজারো গ্র্যাজুয়েট, তাদের পরিবারবর্গ ও আমন্ত্রিত অতিথিরা। গ্র্যাজুয়েটদের উচ্ছ্বাস, প্রাক্তনদের আবেগঘন ফিরে আসা এবং শিক্ষকদের গর্বিত উপস্থিতিতে সমাবর্তন পরিণত হবে এক বর্ণিল মিলনমেলায়। এ উপলক্ষে হাবিপ্রবির বিভিন্ন বিভাগ ও সংগঠনও প্রাক্তন শিক্ষার্থীদের বরণ করতে নিয়েছে নানা আয়োজন।

২০১০ সালে হাবিপ্রবির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৫ বছর পর আয়োজিত দ্বিতীয় সমাবর্তনে ২০১০ থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত অর্জিত পিএইচডি, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী মোট ৮ হাজার ২০০ শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

সমাবর্তনের এ ইতিহাসগড়া আয়োজন শুধু সংখ্যার বিচারে নয়, মান ও মর্যাদার দিক থেকেও বিশ্ববিদ্যালয়টির জন্য এক অনন্য অর্জন। এই মহামিলন থেকে নতুন ডিগ্রিধারীরা যেমন পাচ্ছেন আনুষ্ঠানিক স্বীকৃতি, তেমনি জাতি গঠনের পথে নতুন দায়িত্ব পালনের অঙ্গীকারও ব্যক্ত করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
নাঙ্গলকোটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
২০ নভেম্বর ২০২৫ দুপুর ০১:৫২:২৫


সংবাদ ছবি
সমাবর্তন ঘিরে বর্ণিল সাজে হাবিপ্রবি
২০ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৫৬:২২






Follow Us