সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্ল্যা বাজারের শিফা মেডিকেল হল ঔষধের দোকানের প্রোপাইটার আব্দুল আজিজ খোকনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দেন এক নারী। পরে আবার বিয়ের দাবি নিয়ে আসায় সুমাইয়া আক্তার শম্পা নামের এক নারী গণধোলাইয়ের শিকার হয়েছেন।
ভুক্তভোগী ব্যবসায়ী খোকন বলেন, ‘ওই নারীর কাছে আমার পাওনা টাকা চাইলে, সে টাকা না দিয়ে আমার বিরুদ্ধে উল্টো মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করেছে। পরে জামিনে এসে ব্যবসা চালিয়ে যাচ্ছি। সম্প্রতি ওই নারী ভয়-ভীতি প্রদর্শন বিয়ে করার দাবি জানান। নাহলে আবারও মামলা দিয়ে হয়রানির হুমকি দিতে থাকেন।’
তিনি আরও জানান, ২৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে পূর্ব পরিকল্পিতভাবে শম্পা আরও ৪/৫ জন সহযোগী নিয়ে শিফা মেডিকেল হলে প্রবেশ করেন। সেখানে দোকানের ক্যাশ থেকে জোরপূর্বক ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেন।
এসময় তারা প্রায় ৮০ হাজার টাকার ওষুধসহ মালামাল লুট করেন। খোকনের ওপর হামলা চালিয়ে তার হাতের কব্জিতে গুরুতর জখম করেন। ঘটনা জানাজানি হলে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ওই নারীকে গণধোলাই দেয়। ভুক্তভোগী খোকনের পরিবার ৯৯৯ নম্বরে ফোন দিলে সাঘাটা থানা পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। তবে পুলিশ আসার এর আগেই সুমাইয়া আক্তার শম্পা ঘটনাস্থল থেকে চলে যান।
এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল আজিজ খোকন সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available