• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫২:৫৩ (03-Dec-2025)
  • - ৩৩° সে:

সাঘাটায় সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে মানববন্ধন

৩ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৭:১৬

সংবাদ ছবি

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায় এবং ২০২৩ ও ২০২৪ সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ‘অন্যায় শোকজ’ প্রত্যাহারের দাবিতে গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

৩ ডিসেম্বর বুধবার বিকালে ১১টায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ, সাঘাটা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

Ad
Ad

মানববন্ধনে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ আহবায়ক মোস্তাফিজুর রহমান স্বপন সিদ্দিকুর রহমান রানা, আব্দুর রাজ্জাক জুয়েল, মিজানুর রহমান, নাছিমা ফেরদৌসী, রুমন আক্তার মুঞ্জুর রনি, শরিফুল ইসলাম বাবু,মাসুদুর রহমান, রনিউল ইসলাম রিজু আব্দুল ওয়াহাব সরদার, শাহীনুর প্রধান, নাঈম কবির,  শামীম প্রমুখ।

বক্তারা বলেন, কোনো তদন্ত ছাড়াই সারাদেশের নতুন নিয়োগপ্রাপ্ত শত শত সহকারী শিক্ষককে অন্যায়ভাবে শোকজ করা হয়েছে—যা সম্পূর্ণ অযৌক্তিক ও শিক্ষক সমাজকে অপমান করার শামিল। তারা অবিলম্বে এসব শোকজ আদেশ প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, মাননীয় অর্থ সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব ঘোষিত ১১তম গ্রেড বাস্তবায়ন এখন সময়ের দাবি। দ্রুত প্রজ্ঞাপন জারি করে সেটি কার্যকর করা গেলে দেশের শিক্ষকেরা আবার শ্রেণিকক্ষে ফেরার সুযোগ পাবেন।

এ সময় সাঘাটা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সার্বিক সহযোগিতায় কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় আহ্বায়ক মণ্ডলীর সদস্যরা বক্তব্য রাখেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us