যশোর প্রতিনিধি: সাংবাদিক সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্যরা।

১ নভেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঘন্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।


সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস. এম. ফরহাদ।
ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, সাগর-রুনি হত্যা মামলার বিচার না হওয়া জাতির জন্য এক কলঙ্ক। এই হত্যাকাণ্ডের তদন্ত শেখ হাসিনা সরকারের উচ্চপর্যায়ের প্রভাবশালী ব্যক্তিরা বাধাগ্রস্ত করেছেন। বর্তমান সরকারের আচরণও একই ধারাবাহিকতার প্রতিফলন।
তারা আরও বলেন, সম্পাদকরা সাংবাদিকদের সঙ্গে বেতনের নামে প্রতারণা করছেন। খাতায় কলমে বেতন দেখিয়ে পরবর্তীতে তা ফেরত নিয়ে নিচ্ছেন যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও অনৈতিক। যদি বেতন দিতে না পারেন, তবে পত্রিকা বন্ধ করে দিন।
সবশেষে বক্তারা যশোরের সাংবাদিক আর. এম. সাইফুল আলম মুকুল, শামছুর রহমান ক্যাবেলসহ সারাদেশে নিহত সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার দাবি করেন।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম. আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, সাংবাদিক নেতা সরোয়ার হোসেন, কাজী আশরাফুল আজাদ, সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ হুসাইন এবং তরিকুল ইসলাম তারেক প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available