নিজস্ব প্রতিবেদক: জানাজা শেষে বাগেরহাটের সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে কারাবন্দি ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা ওরফে স্বর্ণালী (২২) এবং তাদের ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিমকে।

২৪ জানুয়ারি শনিবার রাত ১২টার দিকে কানিজ সুবর্ণার বাবার বাড়ির কবরস্থানে মা ও শিশুসন্তানের দাফন সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেন নিহতের বাবা শেখ রুহুল আমিন।


এর আগে শনিবার সন্ধ্যায় স্ত্রী ও সন্তানের মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে পৌঁছায়। স্বজনদের আবেদনের পরও কারাবন্দি সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। তবে মানবিক বিবেচনায় কারা কর্তৃপক্ষ ছয়জন নিকট আত্মীয়সহ মরদেহ কারাগারের ভেতরে নেওয়ার অনুমতি দেয়। এ সময় প্রায় পাঁচ মিনিট দূর থেকে স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখেন তিনি।
স্বজনদের ভাষ্যমতে, সন্ধ্যা ৭টার দিকে মরদেহ নিয়ে কারাগারে পৌঁছানো হয়। দুটি মাইক্রোবাসে করে ১২ থেকে ১৫ জন আত্মীয়স্বজন সেখানে উপস্থিত ছিলেন। সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স কারাগারের ভেতরে প্রবেশ করে এবং অল্প সময় পর আবার বাইরে বের করে আনা হয়।
এর আগে শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই ঘর থেকে উদ্ধার করা হয় তার শিশু সন্তান নাজিমের মরদেহ।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, মানসিক হতাশা থেকে প্রথমে শিশুসন্তানকে হত্যা এবং পরে আত্মহত্যা করেন ওই নারী। পুলিশ জানায়, কানিজ সুবর্ণাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং শিশুটির মরদেহ ঘরের মেঝেতে পড়ে ছিল।
নিহতের বাবা শেখ রুহুল আমিন বলেন, ‘বিকেল ৫টার দিকে মেয়ে ও নাতিকে নিয়ে সাদ্দামের সঙ্গে দেখা করতে যশোর কারাগারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। রাতে প্রায় সাড়ে ১০টার দিকে মরদেহ বাড়িতে আসে। রাত ১১টা ২০ মিনিটে জানাজা শেষে রাত ১২টার দিকে দাফন সম্পন্ন করা হয়।’
নিহত কানিজ সুবর্ণার স্বামী জুয়েল হাসান সাদ্দাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে একাধিক মামলায় তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available