রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান পরিচালনা করে দেশী ও বিদেশী অস্ত্র করেছে র্যাব। অপর এক অভিযানে মহানগরীর দাশপুকুর এলাকায় গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকাসহ ৬ জন মাদক কারবরিকে আটক করেছে র্যাব।

২৩ নভেম্বর রোববার র্যাব-৫ এসব তথ্য জানায়।


এর আগে গত ২৭ অক্টোবর রাজশাহীর বাঘাতে পদ্মার প্রত্যন্ত চরাঞ্চলে চরের ভূমি-বাথান দখল, বালু মহলকে কেন্দ্র করে আলোচিত মনতাজ ও কাকন বাহিনীর মধ্যে মধ্যে সংঘর্ষ ও দীর্ঘ সময় ধরে গোলা-গুলি হয়। ওই ঘটনাস্থলেই এক জন এবং অপর একজন হাসপাতালে মারা যান। পরবর্তী সময় নদীতে ১ জনের মরদেহ পাওয়া যায়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যমতে জেলার বাঘা থানাধীন পদ্মার তীরবর্তী চরাঞ্চলে দুই বাহিনী এবং অন্যান্য ডাকাতদের মাঝে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র থাকার সন্ধান পাওয়া যায়। তারপর থেকে ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। যার পরিপ্রেক্ষিতে গতকাল গভীর রাতে বাঘার পদ্মার চরে অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল, ১টি পাইপগান ও ১টি শুটারগান উদ্ধার করে র্যাব।
গত ৯ নভেম্বর পুলিশের সাথে ‘অপারেশন ফার্স্ট লাইট’ পরিচালনা করেও কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পাওয়া জব্দ করা হয়েছিল। উদ্ধারকৃত অস্ত্র বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে গত ২২ নভেম্বর রাতে র্যাব-৫ সদর জানতে পারে যে, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন দাসপুকুর এলাকায় ব্যাপকহারে মাদকের কেনাবেচার খবর পাই। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত স্থানটি নিবিড়ভাবে পর্যবেক্ষণে করে।
গোয়েন্দা সূত্রমতে শনিবার রাতে অভিযান পরিচালনা করে ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available