রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির দুর্গম বরকল উপজেলার এরাবুনিয়ায় এক বিরল ঘটনার জন্ম দিয়েছে একটি বিশাল অজগর সাপ। ২২ অক্টোবর বুধবার সকালে ওই এলাকার এক কৃষকের ছাগল গিলে ফেলেছে অজগরটি— এমন খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এরাবুনিয়া ৫নং ওয়ার্ডের কৃষক মো. রুমি সকালে তার একটি ছাগল খুঁজে না পেয়ে চারপাশে খোঁজ শুরু করেন। কিছুক্ষণ পর তিনি জঙ্গলের ভেতর দেখতে পান, একটি বিশাল আকৃতির অজগর সাপ, যার পেট অস্বাভাবিকভাবে ফুলে আছে।
প্রথমে ভয় পেলেও পরে স্থানীয়দের সহায়তায় রুমি সাপটিকে আটক করেন। তখনই ধারণা করা হয়, অজগরটি তার হারিয়ে যাওয়া ছাগলটিকেই গিলে ফেলেছে।
ঘটনার খবর পেয়ে ১২ বিজিবি এরাবুনিয়া ক্যাম্পের কমান্ডার মো. নাজিম উদ্দিন এবং বন বিভাগের কর্মকর্তা মো. আকবর আলী ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে নিজেদের হেফাজতে নেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় চৌকিদার মো. জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। পরে আনুষ্ঠানিকভাবে অজগরটিকে বন বিভাগের হাতে হস্তান্তর করা হয়।
বন কর্মকর্তা মো. আকবর আলী জানান, ‘অজগর সাপটি নিরাপদে উদ্ধার করা হয়েছে। সেটিকে পর্যবেক্ষণের পর পাহাড়ি বনে পুনরায় অবমুক্ত করা হবে।’
স্থানীয়রা জানান, এরাবুনিয়া পাহাড়ি অঞ্চলে মাঝে মাঝে বড় অজগর দেখা গেলেও গৃহপালিত প্রাণী গিলে ফেলার ঘটনা এই প্রথম ঘটল। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ বলছেন, এটি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া এবং বন্যপ্রাণীর আবাসস্থল সংকুচিত হওয়ার ফলাফল।
এদিকে বন বিভাগের দ্রুত পদক্ষেপে অজগরটি বাঁচানো সম্ভব হওয়ায় স্থানীয়রা তাদের প্রশংসা করেছেন। তারা বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available