• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই আশ্বিন ১৪৩২ সকাল ০৭:২৫:৪৯ (01-Oct-2025)
  • - ৩৩° সে:

নিউইয়র্কে ডিম নিক্ষেপের জের

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতা জাহিদ হাসানের বাড়ির সামনে এনসিপির বিক্ষোভ

২৪ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৪৭:২৮

সংবাদ ছবি

শরীয়তপুর প্রতিনিধি: নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে শরীয়তপুর। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের গ্রামের বাড়ির সামনে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা।

২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলীপাড়া গ্রামে জাহিদ হাসানের বাড়ির সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভকারীরা বাড়ি লক্ষ্য করে কাঁচা ডিম ছুড়ে মারে।

Ad
Ad

ঘটনার পর থেকে জাহিদ হাসানের বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

Ad

পুলিশ ও স্থানীয়রা জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে গত সোমবার নিউইয়র্কে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ অন্যান্যরা।

বিমানবন্দরের টার্মিনাল-৪ থেকে বের হওয়ার সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন এবং কটূক্তি করেন।

এ ঘটনার পর অভিযোগ উঠে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান এই হামলায় প্রত্যক্ষভাবে জড়িত।

এর প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুর জেলা এনসিপির সমন্বয়কারী রুহুল আমিনের নেতৃত্বে নেতাকর্মীরা জাহিদ হাসানের বাড়ির সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে বাড়ির মূল ফটকে প্রতীকীভাবে ডিম ছুড়ে প্রতিবাদ জানান তারা।

শরীয়তপুর জেলা এনসিপির সমন্বয়কারী রুহুল আমিন বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের অপরাধ ঢাকতে দেশ ছেড়ে পালিয়েছে। এখন তারা বিদেশে গিয়ে দেশের সম্মান ক্ষুণ্ণ করছে। যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে আমরা আজ সন্ধ্যায় শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি এবং জাহিদ হাসানের বাড়ির সামনে প্রতীকী ডিম নিক্ষেপ করেছি।’

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর শাখার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষে কাজ করা নেতাদের উপর বিদেশের মাটিতে ডিম নিক্ষেপের মতো অপমানজনক কাজ করেছেন জাহিদ হাসান। তিনি শুধু নিজের না, আওয়ামী লীগের অনেক এমপি-মন্ত্রীর বিদেশে টাকা পাচারের মাধ্যমও হয়েছেন। জনগণ তাকে প্রতিহত করবে।’

এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আশিক মাহমুদ বলেন, ‘স্থানীয়দের বিক্ষোভের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি: ইসি
৩০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৫:২৯


সংবাদ ছবি
বাংলাদেশে উন্মোচন হলো টেকনো পোভা ফাইভজি সিরিজ
৩০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৭:২৩


সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫৬
৩০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৫:০৬




Follow Us