শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর বুধবার সকালে পৌরসভা অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব ) আ.ন.ম. নাজিম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন প্রতিনিধি ডা. সুমন কুমার পোদ্দার এবং শরীয়তপুর পৌরসভার প্রশাসক মো. ওয়াহিদ হোসেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগমের সভাপতিত্বে কর্মশালায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে হলে খাদ্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে সঠিক তদারকি ও সচেতনতা প্রয়োজন।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available