গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ২নং সিএনবি ভেরাইদের চালা এলাকায় জামিয়া আহমাদিয়া আরাবিয়া মাদ্রাসার নির্মাণাধীন ভবনে ছয়তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম রাসেল।
৬ ডিসেম্বর শনিবার দুপুরে মাদ্রাসা ভবনের ছয় তলায় কাজ করার সময় শ্রমিক রাসেল নিচে পড়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক আশরাফুল ইসলাম জানান, নির্মাণাধীন শ্রমিক রাসেল এই সাইটের কর্মরত ছিলেন না। তিনি অন্য একটি সাইটে কাজ করতেন। ঘটনার দিন তার বন্ধুবান্ধবের সাথে দেখা করতে এসে দুর্ঘটনার শিকার হন। নিরাপত্তা বেষ্টনী না থাকায় ছয়তলা থেকে নিচে পড়ে মৃত্যুবরণ করেন।


স্থানীয় প্রশাসন ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available