• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫১:১২ (01-Jan-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের জানাজা সম্পন্ন

১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৫৬:৪৬

টাঙ্গাইলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের জানাজা সম্পন্ন

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

Ad

১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

জানাজায় দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ঢল নামে। রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা ও সাধারণ মানুষ জানাজায় অংশ নেন।

মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালনের পর রাজনীতিতে সক্রিয় হন। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদারে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মাহমুদুল হাসান ছিলেন একজন সৎ, শৃঙ্খলাপরায়ণ ও দেশপ্রেমিক নেতা। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল রাজনীতিবিদকে হারাল।

এর আগে ৩১ ডিসেম্বর বুধবার বিকেল সাড়ে ৩টায় গুলশানের নিজ বাসভবনে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজা শেষে তাকে টাঙ্গাইলের সন্তোষে নিজ বাড়ির আঙিনায় তার স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও আহমেদ আযম খান, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম, লতিফ সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, মাহমুদুল হাসানের ছেলে রাশেদ হাসান, জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ, ইসলামী আন্দোলন টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক মো. আখিনুর মিয়াসহ আরও অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কবি আবদুল হাই শিকদারের আজ ৭০তম জন্মদিন
কবি আবদুল হাই শিকদারের আজ ৭০তম জন্মদিন
১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫২

লালপুরে কৃষি খামারে কিশোরের মরদেহ উদ্ধার
লালপুরে কৃষি খামারে কিশোরের মরদেহ উদ্ধার
১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০০:৪৭



সুইজারল্যান্ডে মদের দোকানে বিস্ফোরণ, নিহত ৪০
সুইজারল্যান্ডে মদের দোকানে বিস্ফোরণ, নিহত ৪০
১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:২৫

পরীক্ষায় ফেল করে কাঁদলেন মার্কিন অভিনেত্রী
পরীক্ষায় ফেল করে কাঁদলেন মার্কিন অভিনেত্রী
১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:৪৪






Follow Us