বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের (২০২৫-২০২৬) শিক্ষাবর্ষের নবাগত একাদশ শ্রেণীর ছাত্রীদের নবীন বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আমিন শরীফ সুপন।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান, বাসাইল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি'র বক্তব্যে বলেন, তোমরা এক নতুন অধ্যায়ের সূচনা করতে এসেছ। এই সময়টা তোমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ভালো ফলাফল করাই নয়, বরং জ্ঞান অর্জন, নৈতিকতা, শৃঙ্খলা এবং মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই হোক তোমাদের মূল লক্ষ্য। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং সামাজিক কাজে অংশ নিয়ে নিজেদেরকে বিকশিত করো।
দিনব্যাপী নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ১ম পর্বের অনুষ্ঠানসূচীর অংশ হিসেবে ছিলো প্রধান অতিথিসহ আগত অতিথিবৃন্দের আসন গ্রহন, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিবৃন্দের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান।
অনুষ্ঠানে ২য় পর্বে শিক্ষার্থী ও শিল্পীগোষ্ঠীর পরিবেষনায় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে নিরলসভাবে কাজ করেছে সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, রোভার স্কাউট।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available