বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল, কোরআন খতম ও গরু সদকার আয়োজন করা হয়েছে।

১ ডিসেম্বর সোমবার বাদ জোহর জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলামের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে কোরআন খতম শেষে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি মাওলানা মো. মনোয়ার হোসেন। দোয়া মাহফিল শেষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সদকা হিসেবে গরুর মাংস বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহ মো. মেহেদী হাসান হিমু, সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, দেলোয়ার হোসেন পশারী হিরু এবং জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল মতিন মণ্ডল।
এ ছাড়া দোয়া মাহফিলে অংশ নেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা হাফেজ জাকারিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, আব্দুল গফুর দারা, মাহবুব হাসান লেমন, এসএম রফিকুল ইসলাম, হাসানুজ্জামান পলাশ, শফিকুল ইসলাম শফিক, আবু জাফর জেমস, আব্দুল আওয়াল, কনক সরকার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোয়েব ইসলাম অভি, আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাহিদ, আরিফিন খালিদসহ আরও অনেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available