নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অনুমোদনহীন ভারতীয় পণ্যসহ তিনজন চোরাচালানীকে আটক করেছে। গভীর রাতে উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাদের এসব পণ্যসহ আটক করা হয়।
আটকরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ভোয়ালিয়া পাড়া গ্রামের আব্দুর রহিম (৪৫) ও জিয়াউর রহমান মুন্না (৪০) এবং ডবলমুরিং উপজেলার আগ্রাবাদ গ্রামের মো. আবুল হাসান (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২০ পিস কিটক্যাট চকলেট, ৩৫২ পিস স্নিকার্স চকলেট, ৮০ পিস আমুল ডার্ক চকলেট ও ১২০টি নিভিয়া সফট লাইট ময়েশ্চারাইজার ক্রিম জব্দ করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, আটকরা দীর্ঘদিন ধরে চোরাচালানের মাধ্যমে এসব পণ্য দেশে নিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available