দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চার বছর পূর্তি উপলক্ষে মানবিক উদ্যোগ নিয়েছেন খলসী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বদল মিয়া। এ উপলক্ষে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

৫ জানুয়ারি সোমবার দুপুর ২টার দিকে দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য বদল মিয়ার বাড়িতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


এতে মোট ৫০টি দরিদ্র ও অসহায় পরিবারকে ১০ কেজি করে চাউল ,আলু এবং একটি করে শীতবস্ত্র (কম্বল) প্রদান করা হয়।
অনুষ্ঠানে ইউপি সদস্য বদল মিয়া বলেন, “ইউনিয়ন পরিষদ নির্বাচনের চার বছর পূর্তি উপলক্ষে মানুষের পাশে দাঁড়ানোর ছোট্ট একটি চেষ্টা করেছি। সমাজের গরিব ও অসহায় মানুষদের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় মুনি ঋষি জানান, শীতের এই সময়ে খাদ্যসামগ্রী ও কম্বল পেয়ে তারা উপকৃত হয়েছেন। তারা এমন মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ধরনের উদ্যোগ সামাজিক দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করবে এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক হবে বলে মনে করছেন সচেতন মহল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available