মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবড়া এলাকায় আল্লাহ্ তায়ালাকে নিয়ে অশালীন কটূক্তির অভিযোগে বাংলাদেশ বাউল সমিতির চেয়ারম্যান মো. আবুল সরকারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে আলেম সমাজ।

এ ঘটনায় ২০ নভেম্বর বৃহস্পতিবার ঘিওর থানায় মো. আবুল সরকারসহ কয়েকজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়।


বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ কোর্ট চত্বরে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক ও তাওহিদি জনতার উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যানার হাতে অংশগ্রহণকারীরা আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মানববন্ধনে অংশ নেন, মানিকগঞ্জ হেফাজতে ইসলামীর সভাপতি মুফতি সাঈদ নূর, ইমাম পরিষদের সভাপতি মুফতি আব্দুল হান্নান, বাংলাদেশ খেলাফত মসলিসের সভাপতি মুফতি আব্দুল্লাহ আল ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল করিম, কোষাধ্যক্ষ মুফতি মাহবুবুর রহমান, সদর হেফাজত ইসলামী শাখার সাধারণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, বৈষম্যবিরোধী আন্দোলনে সাবেক যুগ্ন আহবায়ক ছাত্রনেতা মুহাম্মাদ রমজান মাহমুদসহ স্থানীয় আলেম সমাজের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ ওঠা আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে ইসলাম ধর্ম ও আল্লাহ'কে নিয়ে কটূক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
ডিবির ইনচার্জ মোশারফ হোসেন জানান, কটূক্তির ঘটনায় মো. আবুল সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে আনা হয়েছে। তিনি বলেন, ঘটনার সত্যতা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available