নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী একটি বাল্কহেডের দুই জন শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হয়েছে।

২৬ ডিসেম্বর শুক্রবার ভোর ৬টায় সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।


নিখোঁজরা হলেন- বাল্কহেডের দুই শ্রমিক জহুরুল ইসলাম (২৫) ও হাসান (২০)। জহিরুলের বাড়ি পটুয়াখালী জেলায় এবং হাসানের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুরে। নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেছে নৌ পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
পুলিশ ও স্বজনরা জানান, ভোরে এম বি কাশফা স্নেহা নামে বালুবাহী একটি বাল্কহেড ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় নদীর তীরে নোঙর করা ছিল। বরিশাল থেকে ছেড়ে আসা সুন্দরবন-১৬ নামে একটি যাত্রীবাহী লঞ্চ ঘম কুয়াশার কারণে বাল্কহেডটিকে দেখতে না পেয়ে পেছন থেকে ধাক্কা দেয়। তখন বাল্কহেডটি নদীতে ডুবে গেলে ভেতরে থাকা পাঁচজন শ্রমিক তলিয়ে যান। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠলেও জহিরুল ও হাসান নামে দুই শ্রমিক নদীতে নিখোঁজ হন। খবর পেয়ে পাগলা নৌপুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে।
তবে অভিযান বিলম্ব ও যথাযথভাবে হচ্ছে না বলে অভিযোগ স্বজনদের।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available