• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৩:০৭ (04-Dec-2025)
  • - ৩৩° সে:

সাবেক মেয়র আইভির ২ মামলায় জামিন নামঞ্জুর

৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৯:৪৩

সংবাদ ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে নতুন পাঁচ মামলার মধ্যে দুইটির জামিন শুনানিতে জামিন নামঞ্জুর  হয়েছে।  

Ad

৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া মামলা এবং ফতুল্লা থানার ইয়াসিন হত্যা মামলা দুটির শুনানি অনুষ্ঠিত হয়।

Ad
Ad

সাবেক মেয়র আইভীর আইনজীবী অ্যাড. আওলাদ হোসেন জানান, দুই মামলার এজাহারে সাবেক মেয়র আইভীর নাম না থাকার পরও তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়। কিন্তু এর আগে বিভিন্ন সময় আদালত এই মামলায় এজাহারে নাম না থাকায় ১৯ জনের জামিন মঞ্জুর করেছেন। একই মামলায় অন্য আসামিরা জামিন পেলেও তাঁকে জামিন না দেওয়ায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাবে। এ আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন বলে জানান এ আইনজীবী।

অ্যাড. আওলাদ আরও বলেন, হাইকোর্ট ইতোমধ্যে পাঁচটি মামলায় আইভীকে জামিন দিলেও নতুন করে তাকে আরো পাঁচ মামলায় জড়ানো হয়, যেগুলোর কোনোটাতেই তার নাম নেই। আজ ইয়াসিন হত্যা মামলার শুনানি হয়েছে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে শামীম ওসমান ও অয়ন ওসমানই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি করে তাকে হত্যা করেছে এবং অপর মামলায় বলা হচ্ছে তিনি পুলিশের ওপর হামলা করেছেন। কিন্তু সেই ঘটনার সময় আইভী পুলিশ কাস্টডিতে ছিলেন। এ মামলার এজাহারেও তার নাম নাই।

তারপরও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
যশোর-৫ আসনে মনোনয়ন পেলেন এ্যাড. শহীদ ইকবাল
৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩১:১৪

সংবাদ ছবি
সাবেক মেয়র আইভির ২ মামলায় জামিন নামঞ্জুর
৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৯:৪৩


সংবাদ ছবি
বাগাতিপাড়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪১:৩৭







Follow Us