নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে নতুন পাঁচ মামলার মধ্যে দুইটির জামিন শুনানিতে জামিন নামঞ্জুর হয়েছে।

৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া মামলা এবং ফতুল্লা থানার ইয়াসিন হত্যা মামলা দুটির শুনানি অনুষ্ঠিত হয়।


সাবেক মেয়র আইভীর আইনজীবী অ্যাড. আওলাদ হোসেন জানান, দুই মামলার এজাহারে সাবেক মেয়র আইভীর নাম না থাকার পরও তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়। কিন্তু এর আগে বিভিন্ন সময় আদালত এই মামলায় এজাহারে নাম না থাকায় ১৯ জনের জামিন মঞ্জুর করেছেন। একই মামলায় অন্য আসামিরা জামিন পেলেও তাঁকে জামিন না দেওয়ায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাবে। এ আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন বলে জানান এ আইনজীবী।
অ্যাড. আওলাদ আরও বলেন, হাইকোর্ট ইতোমধ্যে পাঁচটি মামলায় আইভীকে জামিন দিলেও নতুন করে তাকে আরো পাঁচ মামলায় জড়ানো হয়, যেগুলোর কোনোটাতেই তার নাম নেই। আজ ইয়াসিন হত্যা মামলার শুনানি হয়েছে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে শামীম ওসমান ও অয়ন ওসমানই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি করে তাকে হত্যা করেছে এবং অপর মামলায় বলা হচ্ছে তিনি পুলিশের ওপর হামলা করেছেন। কিন্তু সেই ঘটনার সময় আইভী পুলিশ কাস্টডিতে ছিলেন। এ মামলার এজাহারেও তার নাম নাই।
তারপরও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available