• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৫:১৩ (27-Jan-2026)
  • - ৩৩° সে:

পলাশে গণপিটুনিতে দুই ভাই নিহত

১ এপ্রিল ২০২৫ দুপুর ০১:৩৯:৩৮

পলাশে গণপিটুনিতে দুই ভাই নিহত

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে চোর সন্দেহে একজনকে পিটুনির প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে আপন দুই ভাই নিহত হয়েছে।

Ad

৩১ মার্চ সোমবার সন্ধায় উপজেলার ঘোড়াশালের ভাগদী এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন, পলাশ উপজেলার করতেতৈল এলাকার আশরাফ উদ্দিনের ছেলে রাকিব (২৫) ও সাকিব (২০)।

এদিকে এ ঘটনায় পাভেল, খবির ও ওসমান নামে তিনজনকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে করতেতৈল এলাকায় হিমেল নামের এক যুবককে ভাগদীর কুড়েতলীর এলাকার লোকজন চোর সন্দেহে পিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে ঘটনাস্থলে যায় রাকিব, সাকিবসহ অন্যান্যরা। পরে সেখানে তাদেরকেও আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। এ সময় গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে সাকিবের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নেয়ার পথে মারা যায় বড় ভাই রাকিবও।

নিহত রাকিব ও সাকিবের বাবা অভিযোগ করে বলেন, ভাগদী কুড়েতলী এলাকার বাচ্চু, মানিক, দুলাল, ওসমান, সোবাহান, রমজান, মোস্তফা, পাভেল ওবাদলসহ এলাকার আরও কিছু লোকজন পরিকল্পিতভাবে আমার ছেলেদের পিটিয়ে এবং এলোপাথাড়িভাবে কুপিয়ে হত্যা করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, চোর সন্দেহে একজনকে পিটুনি দেয় স্থানীয়রা। পরে তার প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনিতে নিহত হয় দুই সহোদর। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





লক্ষ্মীপুর কারাগারে ১৮ বন্দির ভোট উৎসব
লক্ষ্মীপুর কারাগারে ১৮ বন্দির ভোট উৎসব
২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৫২:০০

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে বড় সুখবর
এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে বড় সুখবর
২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪০:৪৬






Follow Us