• ঢাকা
  • |
  • শনিবার ১লা অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:০০:৫৯ (15-Nov-2025)
  • - ৩৩° সে:

মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৫ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৩৮:৩৬

সংবাদ ছবি

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: মতলব দক্ষিণে ক্রীড়া সংস্থা ও উপজেলা প্রশাসনের আয়োজনে মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

Ad

১৪ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় নিউ হোস্টেল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য, ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।

Ad
Ad

খেলায় টিএন্ডটি যুব সংঘ একাদশ ৪-০ গোলে আল মদিনা সুপার মার্কেট ফুটবল একাদশকে হারিয়ে প্রথম সিজনের চ্যাম্পিয়ন হয়েছে।

খেলার ১৮ মিনিটে টিএন্ডটি যুব সংঘ একাদশের হয়ে প্রথম গোলটি করেন মমিনুল। দ্বিতীয়ার্ধের  ৩৫ ও ৩৮ মিনিটে দুইটি গোল করেন নাইজেরিয়ান খেলোয়াড় ইব্রাহিম ও সোলেমান কান্তে। এ টুর্নামেন্টটি ৩২টি দল নিয়ে শুরু হয়েছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, ‘ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। কিন্তু মাঝখানে আমাদের দেশে ফুটবলের জনপ্রিয়তা কিছুটা ভাটা পড়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উৎসাহে দেশে ফুটবলকে আরও জনপ্রিয় করতে এবং তৃণমূলের খেলোয়াড়দেরকে উৎসাহ দিতে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধরে রাখতে জিয়া ফুটবল টুর্নামেন্ট ও আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘মতলব দক্ষিণের নিউ হোস্টেল মাঠে এতো দর্শক দেখে আমি আবির্ভূত। আমি এখানে আসতে চাইনি, আমার মনটা ভালো ছিলো না। এখানে এসে আমি সকল দুঃখ ভুলে গেছি। খেলাধুলার মাধ্যমে শরীর ও মন দুটোই ভালো থাকে। আমি ব্যক্তিগতভাবে হলেও এ মাঠের সংস্কার করবো। এ টুর্নামেন্ট ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। টিএন্ডটি যুব সংঘকে ধন্যবাদ জানাচ্ছি।’

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সদস্য ও ঢাকা ওয়াল্ডার্স ক্লাবের যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন মেজুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. শাহ গিয়াস, চাঁদপুর জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ও মতলব পৌর বিএনপির সহ-সভাপতি মো. মনির হোসেন ফরাজী, মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নূরে আলম মিয়াজী, সদস্য সচিব মো. শাহাদাত হোসেন অভি, মতলব পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. ইদ্রিস সরকার মুন্না প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
মহেশপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি
১৫ নভেম্বর ২০২৫ দুপুর ০১:০৯:৫৫




Follow Us