রংপুর ব্যুরো: রংপুরের বদরগঞ্জে কুটির শিল্প মেলায় জুয়া, লটারি ও হাউজি ২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরের মধ্যে বন্ধ করা না হলে অবস্থান ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন স্থানীয় সজেতন নাগরিক ও ছাত্র সমাজ।
২৭ আগস্ট বুধবার বেলা সাড়ে ৩টায় বদরগঞ্জ শহীদ মিনারের পাদদেশে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বদরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ জাকারিয়া ইমামুর। বক্তব্য রাখেন সন্তোষপুর মুহিউস সুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা বশির আহমেদ, জাশিয়াতুল রশিদ আল আযহার মাদরাসার মুহতামিম মাওলানা শফিকুর রহমান সাইফী, জমিয়াতুল হাকিমিয়া দারুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি হাসানুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, বদরগঞ্জের খোলাহাটি হাসিনা নগর এলাকায় কুটির শিল্প মেলার নামে একটি প্রভাবশালী চক্র হাউজি, লটারি, জুয়া এবং অশ্লীল সাংস্কৃতিক অনুষ্ঠান চালাচ্ছে। এতে এলাকায় চুরি-ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। শুরু থেকেই এগুলো বন্ধের দাবি জানালেও পদক্ষেপ নেননি ইউএনও। এতে বদরগঞ্জবাসী ক্ষুব্ধ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আমরা চাই, মেলা ও দেশীয় সাংস্কৃতিক কর্মকাণ্ড চলুক। ২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টার মধ্যে মেলায় হাউজি, জুয়া ও লটারি বন্ধ করা না হলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি শুরু করবে বদরগঞ্জবাসী।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available