• ঢাকা
  • |
  • বুধবার ২১শে কার্তিক ১৪৩২ বিকাল ০৩:৪৪:৪১ (05-Nov-2025)
  • - ৩৩° সে:

চকরিয়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

৫ নভেম্বর ২০২৫ দুপুর ১২:২০:৩৭

সংবাদ ছবি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।

Ad

৫ নভেম্বর বুধবার বেলা ১১টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী ঢালায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হতাহতরা সকলেই একই পরিবারের সদস্য। এখনও তাঁদের সুনির্দিষ্ট পরিচয় পাওয়া যায়নি; তবে নিহতদের মধ্যে চারজন নারী ও এক শিশু রয়েছেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে সেখান থেকে চট্টগ্রামে রেফার করা হয়েছে।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, নিহত ও আহতদের বাড়ি কুমিল্লা। সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া হাসপাতালে পাঠিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us