• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে কার্তিক ১৪৩২ বিকাল ০৪:১৬:৫৪ (10-Nov-2025)
  • - ৩৩° সে:

নাসিরনগরে নিয়োগবিধি অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

১০ নভেম্বর ২০২৫ দুপুর ০১:১৫:১৭

সংবাদ ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিয়োগবিধি সংশোধনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইএলএসটি) শিক্ষার্থীরা।

Ad

৯ নভেম্বর রোববার সকাল ১১টা থেকে তারা সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে এ অবরোধ কর্মসূচি পালন করেন।

Ad
Ad

দুই ঘণ্টাব্যাপী অবরোধের কারণে সড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে বেলা ১টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রি অর্জন করার পরও নতুন নিয়োগবিধিতে তাদের জন্য কোনো পদ সংরক্ষণ করা হয়নি। প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও অধিদপ্তর পুরোনো বিধিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, যার ফলে টেকনিক্যাল শিক্ষা অর্জনকারীরা বঞ্চিত হচ্ছেন এবং সাধারণ শিক্ষা সনদধারীরাই চাকরি পাচ্ছেন।

সকালে আইএলএসটি ক্যাম্পাসের সামনে বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে অবস্থান নেয় এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এসময় তারা অবিলম্বে নিয়োগবিধি সংশোধনসহ ন্যায্য দাবির পক্ষে স্লোগান দেন। তাদের দাবি পূরণ না হলে দেশের সব আইএলএসটি প্রতিষ্ঠান ও অধিদপ্তরের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।

অবরোধ চলাকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকছুদ আহমেদ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের আশ্বাসে পরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের কারাদণ্ড
১০ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:০১:৩৩











Follow Us