• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৬:১০:৪৭ (03-Oct-2025)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু

৩ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৩৬:২১

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাসের চাপায় মোটরসাইকেল চালকের খালিদ মুসাব্বির নামে এক ইমামের মৃত্যু হয়েছে।

৩ অক্টোবর শুক্রবার বেলা আনুমানিক ১২ টার দিকে নাচোল-আমনুরা সড়কের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে এ তথ্য জানা যায়।

Ad
Ad

নাচোল থানার ওসি মনিরুল ইসলামও এ তথ্য নিশ্চিত করেছেন।

Ad

নিহত খালিদ মুসাব্বির নাচোল উপজেলার মাক্তাপুরের মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি নাচোলের হাটবাকইল জামে মসজিদের ইমাম ছিলেন। এছাড়া তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নাচোল উপজেলার সেক্রেটারিও ছিলেন।

ঘটনাস্থলে একজন প্রত্যক্ষদর্শী জানান, বাসের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বাসের নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান ওই মোটরসাইকেল চালক। বাস ও মোটরসাইকেলের গতি কম ছিলো বলেও জানান তিনি।

পুলিশ সূত্র থেকে জানা যায়, খালিদ মুসাব্বির বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মসজিদে যাচ্ছিলেন জুম্মার নামাজ পড়ানোর উদ্দেশ্যে। পথে নাচোল উপজেলার হামিদপুর এলাকায় একটি বাসের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয় এবং মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। স্থানীয়রা দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যান। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ১৪ জনের
৩ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:২৩:০৯






Follow Us