• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:২৯:৩৭ (03-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:২৯:৩৭ (03-May-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

গত ২৪ ঘণ্টায় এক্সপ্রেসওয়েতে প্রায় ২২ লাখ টাকার টোল আদায়

৫ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১:৫৩:২৪

গত ২৪ ঘণ্টায় এক্সপ্রেসওয়েতে প্রায় ২২ লাখ টাকার টোল আদায়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ার দ্বিতীয় দিনে ২৪ ঘণ্টায় এ রুট ব্যবহার করা বিভিন্ন গাড়ি থেকে প্রায় ২২ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানান এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আখতার।

তিনি বলেন, গত ৪ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ৫ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোট ২৭ হাজার ১২১টি গাড়ি উঠেছে। এসব গাড়ির মধ্যে বিমানবন্দর থেকে বনানী, মহাখালী, ফার্মগেটের পথে ১৪ হাজার ৩০০টি, কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেটের পথে ৩ হাজার ১০৫টি গাড়ি, বনানী থেকে কুড়িল-বিমানবন্দরের পথে ২ হাজার ৯৪৪টি গাড়ি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দরের পথে ৬ হাজার ৭২৮টি গাড়ি এক্সপ্রেসওয়েতে উঠেছে। এসব গাড়ি থেকে মোট ২১ লাখ ৯৭ হাজার ৪০ টাকা টোল আদায় হয়েছে।

এর আগে, ২ সেপ্টেম্বর শনিবার বিকেলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বসাধারণের জন্য এটি খুলে দেওয়া হয় ৩ সেপ্টেম্বর। এরপর থেকে ৪ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এক্সপ্রেসওয়েতে গাড়ি উঠেছে ২২ হাজার ৮০৫টি। প্রথম দিনে এসব গাড়ি থেকে টোল আদায় হয়েছে মোট ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা।

উদ্বোধনের আগেই সেতু বিভাগ থেকে প্রথম ধাপের জন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল নির্ধারণ করা হয়েছে। এ অংশ ব্যবহারের জন্য যানবাহনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে টোল দিতে হবে। সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








টানা ৮ দফায় কমলো স্বর্ণের দাম
২ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৩১:৩৮