• ঢাকা
  • |
  • রবিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৭:৩৪ (18-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৭:৩৪ (18-May-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

পথচারী এবং সাইকেলিস্টদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন ‘সড়ক নিরাপত্তা আইন’

১৮ মে ২০২৫ বিকাল ০৫:০৯:৪০

পথচারী এবং সাইকেলিস্টদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন ‘সড়ক নিরাপত্তা আইন’

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতিবছর রোডক্র্যাশে নিহতের সংখ্যার মধ্যে ৫০% এর বেশি পথচারী, সাইকেল ও মোটরসাইকেল আরোহী। বিশ্বের অন্যতম জনবহুল শহর ঢাকায় যানজট একটি মারাত্মক সমস্যা। এই সমস্যার কারণে দৈনিক ব্যাপকভাবে কর্মঘণ্টা নষ্ট হয়। এক্ষেত্রে হাঁটা ও সাইকেল চালানো একটি ভালো সমাধান হতে পারে। এজন্য প্রয়োজন পথচারী ও সাইকেলবান্ধব নিরাপদ সড়ক অবকাঠামো এবং তা নিশ্চতে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন।

১৮ মে রোববার বেলা ১১ টায় ৮ম ইউএন গ্লোবাল রোড সেফটি উইক উদযাপন উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত ইয়ুথ ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্যে একথা বলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান। বিশ্বজুড়ে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে অকালমৃত্যু কমিয়ে আনার লক্ষ্যে জাতিসংঘ প্রতি দু’বছর পর সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করে থাকে। এবার সপ্তাহটির প্রতিপাদ্য- জীবনের জন্য সড়ক : হাঁটা ও সাইকেল চালানো নিরাপদ করা’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর নির্বাহী পরিচালক নীলিমা আখতার। এসময় তিনি বলেন, আমাদের সকলের হাঁটা এবং সাইকেল চালানোর অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ এতে যেমন স্বাস্থ্যের উপকার হয় তেমনি পরিবেশ ভালো থাকে। এছাড়াও চিকিৎসা ব্যয় এবং রোডক্র্যাশ হ্রাস হয়। এজন্য সকল সরকারি-বেসরকারি সেক্টর এবং তরুণদের একযোগে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমান অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে বলেন, সরকারের স্ট্রাটেজিক পরিকল্পনার মধ্যে হাঁটা এবং সাইকেল চালানো বান্ধব পরিবেশ তৈরি করার বিষয়টি অন্তর্ভূক্ত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ ইকবাল হোসেন রাজু, ভাইটাল স্ট্রাটেজিস বাংলাদেশের টেকনিক্যাল অ্যাডভাইজর আমিনুল ইসলাম সুজন ও বাংলাভিশনের  সিনিয়র নিউজ এডিটর আবু রুশদ মো. রুহুল আমিন। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ মেহেদী দীপ্ত এবং বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির সভাপতি ইফতিখার আহমেদ সাকিব। এসময় স্বাগত বক্তব্য রাখেন আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং-এর সমন্বয়কারি মারজানা মুনতাহা।

অনুষ্ঠান শেষে উপস্থিত তরুণ সদস্যরা প্রধান অতিথির হাতে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন দাবি সংক্রান্ত স্বারকলিপি প্রদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ