• ঢাকা
  • |
  • সোমবার ১লা পৌষ ১৪৩২ দুপুর ০১:৪২:০৩ (15-Dec-2025)
  • - ৩৩° সে:

ঢাকা কলেজ এইচএসসি-৯২ ব্যাচের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

২ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০১:৪৫

সংবাদ ছবি

ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা কলেজ এইচএসসি-৯২ ব্যাচের উদ্যোগে আর্থিকভাবে অসচ্ছল ২৫ জন মেধাবী  শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা শিক্ষার্থীদের প্রদান করা হয়।

Ad

২ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে বৃত্তি প্রদান করা হয়। 

Ad
Ad

অনুষ্ঠানে ঢাকা কলেজ উচ্চমাধ্যমিক ৯২ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে। উচ্চমাধ্যমিক ৯২ ব্যাচ ঢাকা কলেজের অ্যালামনাই সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ডাক্তার, ব্যবসায়ী, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

বৃত্তি প্রদান উপলক্ষ্যে উচ্চমাধ্যমিক ৯২ ব্যাচের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। এসময় ঢাকা কলেজ অডিটোরিয়ামকে সাজানো হয় বর্ণিল সাজে।

উচ্চমাধ্যমিক ৯২ ব্যাচের সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে উপস্থিত ছিলেন পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লে. কর্নেল সৈয়দ মো. তৌফিকুল ইসলাম। উপস্থিত অ্যালামনাই সদস্যবৃন্দ তাদের বক্তব্যে ঢাকা কলেজ শিক্ষার্থীদের জন্য সহযোগিতার হাত প্রসারিত করতে এবং ক্যাম্পাসের বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের কার্যক্রমকে গতিশীল রাখতে সহযোগিতা করার ঘোষণা দেন। এছাড়া কলেজের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কলেজ প্রশাসনের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ ঢাকা কলেজ উচ্চমাধ্যমিক ৯২ ব্যাচের শিক্ষার্থীদের এ উদ্যোগকে স্বগত জানেয় তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি বলেন, ঢাকা কলেজ শিক্ষার্থীরা গতানুগতিক কাজের বাইরেও গঠনমূলক ও সমাজ উপযোগী কাজ করে থাকে। ভবিষ্যতেও এ ধরনের কাজের প্রচেষ্ঠা অব্যাহত রাখাতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
দুর্ঘটনায় আহত এনসিপি নেতা হান্নান মাসউদ
১৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৫৮:২৯




সংবাদ ছবি
নবীনগরে আগাম তরমুজ চাষ, কৃষকের মুখে হাসি
১৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:০৯:৪৫



Follow Us