• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ সকাল ০৬:৪৬:৫০ (03-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ সকাল ০৬:৪৬:৫০ (03-May-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

বিজয় সুনিশ্চিত: আরাফাত

১৭ জুলাই ২০২৩ দুপুর ১২:২২:৪৮

নিজস্ব প্রতিবেদক: জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেছেন, জয়ের বিষয়ে আমি খুব আশাবাদী। মানুষ নৌকা ছাড়া ভোট দেবে না, তাই বিজয় সুনিশ্চিত।

১৭ জুলাই সোমবার বেলা ১১টায় গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মোহাম্মদ এ আরাফাত বলেন, ভোট দিতে পেরেছি ভালো লাগছে। ভোট তো সবসময় নৌকায় দিয়েছি, এবারও নৌকায় দিচ্ছি। প্রার্থী হয়েছি কি হইনি তার গুরুত্ব নেই, নৌকায় ভোট দেওয়াটাই সবচেয়ে বড় কথা আমার।

তিনি আরও বলেন, আমি সকাল বেলা কয়েকটা কেন্দ্রে ঘুরেছি এবং খোঁজ নিয়েছি। সকালে একটু বৃষ্টি পড়েছে, বৃষ্টির কারণে ভোটার টার্ন আউট কম হয়েছে। গুলশান, বারিধারা, বনানীর ভোটাররা এমনিতে একটু দেরি করে ঘুম থেকে ওঠে, কিন্তু কালাচাঁদপুর শাহজাদপুর বা নদ্দার দিকে গেলে আপনারা দেখবেন ভোটার অনেক এসেছে। ভাসানটেকের দিকে গেলে দেখবেন ভোটার অনেক এসেছে। এখন কিন্তু ভোটের পরিস্থিতি শান্ত রয়েছে।

এর আগে, সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। বিরতিহীনভাবে কাগজের ব্যালটে এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। তাদের মধ্যে ১ লাখ ৭১ হাজার ৬২৫ জন পুরুষ ও ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন নারী ভোটার।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮জন প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির লাঙল প্রতীকের সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকে শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের ছড়ি প্রতীকে মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে একতারা প্রতীকে মো. আশরাফুল আলম (হিরো আলম) এবং মো. তারিকুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








টানা ৮ দফায় কমলো স্বর্ণের দাম
২ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৩১:৩৮