• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৮:২২:৩৩ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৮:২২:৩৩ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

সড়কে শৃঙ্খলা ফেরাতে ডেমরায় ট্রাফিক পুলিশের অভিযান

১৩ মার্চ ২০২৪ রাত ০৮:২৩:২৬

সড়কে শৃঙ্খলা ফেরাতে ডেমরায় ট্রাফিক পুলিশের অভিযান

ডেমরা (ঢাকা) প্রতিনিধি: প্রধান সড়কে শৃঙ্খলা ফেরাতে ও সড়কের দু’পাশ থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে রাজধানীর ডেমরায় অভিযান পরিচালনা করেছে ট্রাফিক পুলিশ। ১৩ মার্চ বুধবার স্টাফ কোয়ার্টার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আশরাফ ইমামের নির্দেশনায় ট্রাফিক ডেমরা জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) মোস্তাইন বিল্লাহ ফেরেদৌসের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

ট্রাফিক ডেমরা জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জিয়া উদ্দিন খান ও ডেমরা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. ফারুক মোল্লার সার্বিক সহযোগীতায় পুলিশ সদস্যরা এ অভিযানে শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ ও বিভিন্ন যানবাহন পার্কিং স্টেশন উচ্ছেদ করেন। এ সময় স্টাফ কোয়ার্টার এলাকায় ডেমরা—যাত্রাবাড়ী সড়কের আন্ডারপাসে থাকা ফলের দোকানপাট ও ডেমরা—রামপুরা সড়কের পাশে সড়কের জায়গা দখল করা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে টিআই জিয়া উদ্দিন খান বলেন, রাজধানীর প্রবেশদ্বার ব্যস্ততম ডেমরা—যাত্রাবাড়ী ও ডেমরা—রামপুরা সড়কে রমজান মাসে নানা প্রতিবন্ধকতা ও জনভোগান্তি কমাতেই এ উচ্ছেদ অভিযান। রমজানের এ পবিত্র মাসে মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব, যা অসাধু একটি চক্র মানছে না। তারা এ মাসেও মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত করতে সড়কে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে প্রতিনিয়ত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






যেসব কারণে নষ্ট হাতে পারে স্মার্টফোন
২৯ এপ্রিল ২০২৫ রাত ০৮:৪৬:৩৮