বিশেষ প্রতিবেদক: পতিত আওয়ামী সরকারের অনিয়ম-দুর্নীতিতে সহায়তার পুরষ্কার হিসাবে ধানমন্ডিতে প্লট এবং ফ্ল্যাট পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মোজাম্মেল হক খান এবং জহুরুল ইসলাম। এছাড়া রাতের ভোটের কুশীলব হিসাবে আরো ১২জন সচিবও পেয়েছেন এই উপহার।
‘গিভ এন্ড টেক’ হিসাবে আলোচিত এই প্লট নিয়ে চলতি সাপ্তাহে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভি। প্রতিবেদনটি অভিযোগ হিসাবে আমলে নিয়ে আজ এই প্রকল্পে অভিযান চালাচ্ছে দুদক।
অভিযোাগ সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সচিবদের বাড়তি সুবিধা দিতে ধানমন্ডির ৬/১ এ ১২ কাঠার ৬৩ নং প্লটের ১৪ তলা ভবন নির্মাণাধীন রয়েছে। গৃহায়নের অর্থায়নে ওই ভবনের ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। ভবনগুলোতে ১২ সচিবসহ সরকারি ঊর্ধ্বতনদের পুরস্কার হিসাবে নামমাত্র মূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। নীতিমালা ভঙ্গ করে সাবেক ১২ সচিবসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার (৮ মে) দুদকের প্রধান কার্যালয় থেকে সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করছে।
দুদকের জনসংযোগ শাখার উপপরিচালক মো আক্তারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available