• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৩২:২০ (03-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৩২:২০ (03-May-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

উত্তরায় সন্দেহজনক ব্যক্তিকে ধাওয়া করে ফেনসিডিল উদ্ধার করলো ট্রাফিক পুলিশ

৬ মার্চ ২০২৪ দুপুর ০২:৩৩:৫৭

উত্তরায় সন্দেহজনক ব্যক্তিকে ধাওয়া করে ফেনসিডিল উদ্ধার করলো ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় সন্দেহজন এক ব্যক্তিকে ধাওয়া করে ৩৩ ফেনসিডিল উদ্ধার করছে ট্রাফিক পুলিশ। ৫ মার্চ মঙ্গলবার সকালে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামন থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনকারী ব্যক্তি পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের আব্দুল্লাহপুর ট্রাফিক বক্সের (টিআই) মো. মেহেদী হাসান।

তিনি বলেন, আমি ও আমাদের উত্তরা পূর্ব জোনের সিনিয়র সহকারী কমিশনার মো. ইব্রাহিম স্যার মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শন ও নিরসনের চেষ্টা করছিলাম। ওই সময় পলওয়েল মার্কেটের সামনে এক পথচারীকে সন্দেহ হয়। পরে তাকে ধরার জন্য বললে সার্জেন্ট এসএম খুরশিদ আলম ধাওয়া করলে মহাসড়কের গাড়ির মাঝ দিয়ে ঝুঁকি নিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। এ সময় তার সাথে থাকা একটি কাপড়ের ব্যাগ ফেলে যায়। পরে ওই কাপড়ের ব্যাগ খুলে ৩৩ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

তিনি আরও বলেন, ফেনসিডিলসহ ব্যাগটি উত্তরা পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম রুবেলের কাছে আইনানুগ ব্যবস্থার জন্য দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ