• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:২১:৪৪ (03-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:২১:৪৪ (03-May-2024)
  • - ৩৩° সে:

দুর্ঘটনা

বেইলি রোডের আগুনে নিহত ২৫ জনের মরদেহ হস্তান্তর

১ মার্চ ২০২৪ সকাল ০৯:৩১:৩৩

বেইলি রোডের আগুনে নিহত ২৫ জনের মরদেহ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ পর্যন্ত ২৫ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। ১ মার্চ শুক্রবার ভোর থেকে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম। তিনি জানান, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হচ্ছে।

হস্তান্তর করা মরদেহের মধ্যে পরিচয় পাওয়া গেছে ১১ জনের। তারা হলেন, নাজিয়া (৩৫), আরহান মোস্তফা (৮), সংকল্প পোদ্দার (১২), মিমু (২০), জান্নাতিন (২৩), সৈয়দা ফাতেমা তুজ জোহরা (১৭), রিয়া (২৩), স্বপ্না আক্তার (৩৭), পম্পি সাহা (৪৬), মেহেরা কবির দোলা (২৫) ও মাইশা কবির মাহী (২০)।

এর আগে, ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে ভবনটির দ্বিতীয় তলায়। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে রাত ১১টা ৫০ মিনিটের দিকে।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ২২ জন। এরমধ্যে ৮ জন বার্ন ইনস্টিটিউটে এবং ১৪ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। আহতদের সকলের অবস্থা আশঙ্কাজনক। ভবনের ভিতর থেকে ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








টানা ৮ দফায় কমলো স্বর্ণের দাম
২ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৩১:৩৮