• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ সকাল ০৭:১৩:৪১ (03-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ সকাল ০৭:১৩:৪১ (03-May-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

সরে দাঁড়াল আওয়ামী লীগ, অনড় বিএনপি, প্রস্তুত পুলিশ

২৯ জুলাই ২০২৩ দুপুর ১২:০৯:৫৯

সরে দাঁড়াল আওয়ামী লীগ, অনড় বিএনপি, প্রস্তুত পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে অনুমতি না পাওয়ায় অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী নির্ধারিত সময়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপিসহ দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গীরা। এদিকে কর্মসূচি ঘিরে রাজধানীর প্রবেশমুখগুলোতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

২৯ জুলাই শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচির অনুমতি না পাওয়ায় প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে দলটির নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ।  বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।

এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার প্রবেশ মুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের পাশাপাশি দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গীরাও পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালন করছে।

বিষয়টি নিশ্চিত করে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা সাইফুল হক গণমাধ্যমকে বলেন, আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হবে। আমরা অবস্থান কর্মসূচি পালন করতে স্পটে যাচ্ছি।

ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন পয়েন্টে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সকাল থেকে যাত্রাবাড়ীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জলকামান, সাঁজোয়া যান নিয়ে পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য, আনসার বাহিনীর সদস্যরাও রয়েছেন।

এছাড়া ঢাকার অন্যতম প্রবেশপথ গাবতলী ও আমিনবাজার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। টঙ্গীর আব্দুল্লাহপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়,  জনগণের দুভোর্গ ও জানমালের নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








টানা ৮ দফায় কমলো স্বর্ণের দাম
২ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৩১:৩৮