• ঢাকা
  • |
  • শুক্রবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩২ বিকাল ০৫:৪৬:২৩ (16-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩২ বিকাল ০৫:৪৬:২৩ (16-May-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

জেট ফুয়েলের দাম কমায় বিমান ভাড়াও কমবে

১৬ মে ২০২৫ সকাল ০৯:৫৪:৩৩

জেট ফুয়েলের দাম কমায় বিমান ভাড়াও কমবে

নিজস্ব প্রতিবেদক: প্লেন চলাচলে ব্যবহৃত জেট ফুয়েলের দাম কমায় যাত্রীদের ভাড়া কমানোর লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

১৫ মে বৃহস্পতিবার বিকেলে বেবিচক সদরদপ্তরে আয়োজিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, জেট ফুয়েলের দাম কমার ফলে যাত্রীরা যেন ভাড়ার ক্ষেত্রে এর সুফল পায়, সে বিষয়টি নিশ্চিত করতে এয়ারলাইনগুলোর দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।

বৈঠকে উপস্থিত এয়ারলাইনগুলোর প্রতিনিধিরাও প্লেনের ভাড়া কমানোর বিষয়ে ঐকমত্য পোষণ করেন। দ্রুতই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে জানান তারা।

সাময়িকভাবে ফ্লাইট বন্ধ হওয়া বেসরকারি এয়ারলাইন নভোএয়ার আগামী ২১ মে থেকে ফের তাদের ফ্লাইট অপারেশন চালু করছে। এজন্য বেবিচক চেয়ারম্যান এবং উপস্থিত অন্য এয়ারলাইন্স প্রতিনিধিরা নভোএয়ারকে অভিনন্দন জানান।

বেবিচক চেয়ারম্যান জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনালের কার্যক্রম আগামী ডিসেম্বরের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

তিনি বলেন, টার্মিনালের সব নির্মাণকাজ ও সেবামূলক কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হবে, যেন দেশি-বিদেশি যাত্রীরা সর্বোচ্চ মানসম্পন্ন ও আধুনিক সেবা পেতে পারেন।

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের প্রসঙ্গে তিনি জানান, এর কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও আন্তর্জাতিক মান অনুসারে নিরাপত্তা, কাস্টমস, ইমিগ্রেশনসহ অন্য সুবিধাগুলো নিশ্চিত করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। চলতি বছরের জুনের শেষ ভাগ বা জুলাইয়ের শুরুর দিক থেকেই কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে।

বেবিচক চেয়ারম্যান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইটের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বেবিচক-এর সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস), পরিচালকসহ (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) দেশি ও বিদেশি এয়ারলাইন্স কোম্পানিগুলোর উচ্চপদস্থ প্রতিনিধি ও কর্মকর্তারা। তারাও আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন বিষয়ের ওপর মতামত দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ