• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:০২:৩৫ (02-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:০২:৩৫ (02-May-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

রাজধানীর বাড্ডায় একই কক্ষ থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার

২৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৭:৩৭:১৬

রাজধানীর বাড্ডায় একই কক্ষ থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডা থানার বেরাইদ এলাকায় নিজেদের ঘর থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন, গিয়াস উদ্দিন (৭০) ও তার ছেলে রাকিব হোসেন (৩০)। রাকিব পেশায় ইলেকট্রিশিয়ান এবং তার বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। নারায়ণগঞ্জের আড়াইহাজারে তাঁদের গ্রামের বাড়ি।

২৮ ফেব্রুয়ারি বুধবার রাতে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, আর হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

মরদেহ উদ্ধারের বিষয়টি বুধবার রাত সাড়ে ১১টার দিকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা।

রাজন কুমার সাহা গণমাধ্যমকে বলেন, বুধবার সন্ধ্যায় রাকিব হোসেনের একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। কিন্তু সে বিয়ের অনুষ্ঠানে যাননি। মোবাইলেও কোনো সাড়া না পেয়ে পাশের মুদি দোকানদার হারুন বাসায় এসে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেন। তবে কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভেতরে ছেলে রাকিব হোসেনকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান, বিছানায় বাবা গিয়াসউদ্দিনকে মৃত অবস্থায় দেখতে পান তারা।

পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে জানা যায়, গিয়াস উদ্দিনের স্ত্রী প্রায় দুই বছর আগে মারা গেছেন। এরপর থেকে বাবা-ছেলে ওই বাসার একটি কক্ষে বাস করতেন। প্রায় ১২ বছর যাবত ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে আছেন তারা।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, বাবা-ছেলের মধ্যে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ হতো। ধারণা করা হচ্ছে, এরই ধারাবাহিকতায় তারা উভয়ে রাগ ও ক্ষোভের বশবর্তী হয়ে আত্মহত্যা করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টানা ৮ দফায় কমলো স্বর্ণের দাম
২ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৩১:৩৮