• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে বৈশাখ ১৪৩১ রাত ০১:০৩:১১ (03-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে বৈশাখ ১৪৩১ রাত ০১:০৩:১১ (03-May-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

রাজধানীর উত্তরায় বাসার তালা ভেঙ্গে ৩৫ ভরি স্বর্ণ চুরি

২৫ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:১৮:৫৮

রাজধানীর উত্তরায় বাসার তালা ভেঙ্গে ৩৫ ভরি স্বর্ণ চুরি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার দক্ষিণখানের মুসলিম পাড়ায় বাসার দরজা ও আলমারির তালা ভেঙে প্রায় ৩৫ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে।

দক্ষিণখান থানাধীন জামতলার বিসমিল্লাহ জুয়েলার্সের মালিক ফয়সালের বাসায় ২৪ ডিসেম্বর রোববার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। ফয়সালের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দুর্গাপুর গ্রামে।

এই বিষয়ে তাৎক্ষণিক দক্ষিণখান থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ফয়সালের বড় ভাই সাইফুল ইসলাম।

স্থানীয়রা জানান, উক্ত বাড়িওয়ালা আনোয়ার হোসেনের বাড়িতে প্রায়ই এই ধরনের চুরির ঘটনা ঘটে। ভালো করে তদন্ত করলে অব্যশই জড়িতদের আইনের আওতায় আনা যাবে।

অভিযোগকারীর স্ত্রী পুস্পা বলেন, আমি বাসা থেকে মাত্র ৪০ মিনিটের জন্য বাইরে ছিলাম, বাইরে যাওয়ার সময় বাড়িওয়ালার বড় ছেলে মনির আমাকে দেখেছে। উনি আমার ফ্লাটের অপরদিকের ফ্লাটেই থাকেন। উনি আমায় সবসময় ফলো করেন। উনি গতকালও আমায় জিজ্ঞেস করেছেন বাসায় কি আপনি একাই আছেন? আমি বাইরে যাওয়ার সময় উনার দরজা খুলে দাঁড়িয়ে ছিলেন। আমি এসেও উনার দরজা খোলা পেয়েছি। তাহলে এমন বড় একটা ঘটনা ঘটেছে, আর উনি কি কিছুই টের পাননি?

ভুক্তভোগী বিসমিল্লাহ জুয়েলার্সের মালিক ফয়সাল জানান, ‘এই স্বর্ণগুলোর সবই আমার কাস্টমারদের। এগুলো না পাওয়া গেলে আমার পথে বসতে হবে। তাই পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ, আমার পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে দয়া করে এর সুষ্ঠু তদন্ত করে আমার জিনিসগুলো বের করে দিন।’

ঘটনাস্থল পরিদর্শন করেছেন দক্ষিণখান থানার এসআই মুরশিদ উদ্দিন মৃধা। তিনি জানান, আমরা অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








টানা ৮ দফায় কমলো স্বর্ণের দাম
২ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৩১:৩৮