• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:১৬:৪৪ (02-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:১৬:৪৪ (02-May-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

দক্ষিণখানে ঈদের ছুটিতে ৫ ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি

১৯ এপ্রিল ২০২৪ দুপুর ০২:১৯:৪৫

দক্ষিণখানে ঈদের ছুটিতে ৫ ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর দক্ষিণখান আজমপুর কাঁচাবাজার, জামতলা এলাকার সূর্য মহল বাড়ির ৫টি ফ্ল্যাটে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দক্ষিণখান থানায় ওই ভবনের ভুক্তভোগী মো. মাসুদ আলম সবার পক্ষে দক্ষিণখান থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

মাসুদ আলম বলেন, আমিসহ আমার প্রতিবেশী ফ্ল্যাটগুলোর বাসিন্দারা ঈদুল ফিতরের ছুটিতে নিজ গ্রামের বাড়িতে বেড়াতে যাই। আমাদের ৫টি ফ্লাটের বাসা হতে ৮ এপ্রিল হতে ১৫ এপ্রিলের মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা ফ্ল্যাটের গ্রিল কেটে বাসার মধ্যে প্রবেশ করে।

এ সময় বাসা থেকে সর্বমোট ১১ ভরি স্বর্ণালংকার, তিনটি ডায়মন্ডের আংটি, একটি ল্যাপটপ এবং নগদ প্রায় ১৪ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়।

আমাদের বাসার চারপাশে সর্বমোট ৩২টি সিসি ক্যামেরা আছে এবং সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ড থাকার পরও এমন ঘটনা সংগঠিত হওয়ায় আমরা ভীত। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ, দুষ্কৃতিকারীদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় যেন নিয়ে আসা হয়।

দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল বাশার বলেন, এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং এর সাথে জড়িত সকলকে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










রাজস্থলীতে নতুন ইউএনও'র যোগদান
২ মে ২০২৪ সকাল ১০:১০:১৯