• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:৩৮:৩১ (02-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:৩৮:৩১ (02-May-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত, আহত ৪১

২৮ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:১৯:৩৫

বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত, আহত ৪১

জেষ্ঠ্য প্রতিবেদক: ঢাকায় বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের মহাসমাবেশ ঘিরে ফকিরাপুলে সংঘর্ষে আহত পুলিশ কনস্টেবল পারভেজ (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৮ অক্টোবর শনিবার সাড়ে ৩টার দিকে ইউনিফর্ম পরিহিত ফকিরাপুল এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ঐ পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বেলা সোয়া ৪টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত পারভেজের গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এর আগে, রাজধানীর নয়াপল্টন, কাকরাইল ও নাইটিঙ্গেল মোড়ে দফায় দফায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পুলিশের ৪১ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংঘর্ষের ঘটনায় ৪১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৯ জন আহত পুলিশ সদস্যকে ভর্তি করা হয়েছে। এদরে মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, হামলাকারীরা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে। এ ছাড়া, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ২ টি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। এ ছাড়া, হাসপাতালের গেটসহ একাধিক স্থাপনায় হামলা ও ভাংচু করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





টানা ৮ দফায় কমলো স্বর্ণের দাম
২ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৩১:৩৮