• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:২৯:২৬ (03-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:২৯:২৬ (03-May-2024)
  • - ৩৩° সে:

দুর্ঘটনা

রাজধানীতে বাসের ধাক্কায় লেগুনার ৩ যাত্রী নিহত

২৩ নভেম্বর ২০২৩ বিকাল ০৩:৪৪:৩৩

রাজধানীতে বাসের ধাক্কায় লেগুনার ৩ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই নারীসহ লেগুনার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

২৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে ডেমরায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আর আহত তিনজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। নিহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।

তবে আহতদের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মাইনউদ্দিন (৩৬), মো. শামীম (৩৭) ও অজ্ঞাত পুরুষ (২৬)।

আহত মইনুদ্দিন নামে এক যাত্রী জানান, লেগুনায় ১৪-১৫ জন যাত্রী ছিল। যারা পেছনে বসেছিলেন, তাদেরই বেশি ক্ষতি হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ডেমরা সড়কে দুর্ঘটনায় তিনজন ঢাকা মেডিকেলে মারা গেছেন। এর মধ্যে দুজন নারী, একজন পুরুষ।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বাস ও লেগুনা আটক করা হয়েছে। তবে পরিবহন দুটির চালক বা সহকারী কাউকেই আটক করা যায়নি। তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ