• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ০২:০২:৩৭ (19-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ০২:০২:৩৭ (19-May-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

ইনশাআল্লাহ তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দিবেন: মোস্তফা জামান

১৮ মে ২০২৫ রাত ১১:২৩:২২

ইনশাআল্লাহ তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দিবেন: মোস্তফা জামান

নিজস্ব প্রতিবেদক: ইনশাল্লাহ সেই দিন আর বেশি দূরে নয়, খুব শিগগির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসে নেতৃত্ব দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান।

১৮ মে রোববার বিকেলে রাজধানীর খিলক্ষেত থানার তলনা রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫  এর দক্ষিণখান থানা বনাম উত্তরখান থানার উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ করেন।

মোস্তফা জামান বলেন, গত ১৭ বছর তারেক রহমান বিদেশে বসে যে নেতৃত্ব দিয়েছেন, তা শুধু বিএনপির জন্য নয়, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের জন্য। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এবং জুলাই আন্দোলনে স্বৈরাচার হাসিনার পতনের আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন তিনি। তারেক রহমানের নেতৃত্বেই স্বৈরাচার হাসিনার পতন নিশ্চিত হয়।  

আওয়ামী স্বৈরাচার সরকার ক্রীড়াঙ্গনে দলীয়করণ ও রাজনীতিকরণের মাধ্যমে তারা দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল বলে তিনি তার বক্তব্যে বলেন, আমরা আশা করবো বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে খেলাধূলা আগের মত ফিরে আসবে। খেলাধূলায়  কোনো দলীয় ও রাজনীতিকরণ থাকবে না। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানো হবে।

দেশ বাঁচাতে ফ্যাসিবাদ সমূলে উৎখাত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী ফ্যাসিবাদকে সমূলে উৎখাত করতে হবে। ফ্যাসিবাদরা মাথাচারা দেওয়ার পাঁয়তরা করছে। ফ্যাসিবাদদের কোনো সুযোগ দেয়া যাবে না। দেশ বাঁচাতে ফ্যাসিবাদ সমূলে উৎখাতের কোনো বিকল্প নেই।

গত ১৭ বছর আওয়ামী স্বৈরাচারের দুঃশাসনের চিত্র তুলে ধরে বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে আমাদের প্রিয় নেত্রি বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে ৫ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়েছিল। আমাদের নেতা তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দিয়ে দেশ থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করেছিল। স্বৈরাচারের দুঃশাসনের সময়কালে বাংলাদেশের কোনো মানুষ শান্তিতে থাকতে পারেনি।

খেলাধুলা প্রসঙ্গ টেনে এস এম  জাহাঙ্গীর বলেন, গত দেড় দশকে স্বৈরাচার শেখ হাসিনার সময়ে আমরা মুক্ত পরিবেশে কখনও কোনো খেলাধূলার আয়োজন করতে পারিনি। ইনশাআল্লাহ স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আজ আমরা মুক্ত পরিবেশে স্বাধীন ভাবে খেলাধুলাসহ সব কিছুই করতে পারছি।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এবিএমএ রাজ্জাক, যুগ্ম আহবায়ক ও টূর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মোঃ আকতার হোসেন, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর সদস্য ও টূর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, আলী আকবর আলী, মোঃ আশরাফুজ্জাহান জাহান, রফিকুল ইসলাম খান মেম্বার, হাজী নাসির উদ্দীন, আহসান হাবীব মোল্লা, দক্ষিণখান থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক হেলাল তালুকদার, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম বাবলু, দেওয়ান মোঃ নাজিম উদ্দীন, আনোয়ার হোসেন জমিদার, তুরাগ থানা বিএনপি যুগ্ম আহবায়ক হাজী জহিরুল ইসলাম,রিপন হাসান খন্দকার, থানা আহবায়ক কমিটি সদস্য আব্দুল আলী, উত্তরখান থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক সুলতান মাহমুদ বকুল, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম বেপারি, আদাবর থানা বিএনপি আহবায়ক সাদেক হোসেন স্বাধীন, যুগ্ম আহবায়ক কামাল হোসেন সরকার, গুলশান থানা বিএনপি যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, উত্তরাপশ্চিম থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন শিশির, বিমানবন্দর থানা বিএনপি আহবায়ক মনির ভূইয়া, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক, মোঃ জালাল আহমেদ, আদাবর থানা ৩০ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাস প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ