• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ সকাল ০৬:২০:২১ (03-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ সকাল ০৬:২০:২১ (03-May-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

তেজগাঁওয়ে বস্তির আগুন নিয়ন্ত্রণে, নিহত ২

১৩ জানুয়ারী ২০২৪ সকাল ০৭:৪২:০৯

তেজগাঁওয়ে বস্তির আগুন নিয়ন্ত্রণে, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও এলাকার মোল্লাবাড়ি বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে প্রায় ৩০০ ঘর। আগুনে পুড়ে নিহত হয়েছেন দুজন, আহত হয়েছেন আরও একজন।

১২ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় সাধারণ মানুষের মালামাল। এ ঘটনায় দুজনের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ছাড়াও আহত হয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে আরও কয়েকজন।

আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস হেড অফিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি জানান, তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর আসে রাত ২টা ২৩ মিনিটে। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ারের ১৩টি ইউনিট। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বস্তিতে বসবাসকারীরা বলছেন, তেজগাঁওয়ের মোল্লাবাড়ি বস্তিতে ৩০০ এর মতো ঘর ছিল, সব ঘরই পুড়ে গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

ঘরগুলো কাঠ ও বাঁশের তৈরি হওয়াতে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








টানা ৮ দফায় কমলো স্বর্ণের দাম
২ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৩১:৩৮