• ঢাকা
  • |
  • রবিবার ২১শে বৈশাখ ১৪৩২ সকাল ০৯:২১:০৩ (04-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২১শে বৈশাখ ১৪৩২ সকাল ০৯:২১:০৩ (04-May-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

আসুন আমরা খুলনাবাসীর সুখ-দুঃখকে লালন করি: নূর আহমদ

৩ মে ২০২৫ রাত ০৮:৪১:০৮

আসুন আমরা খুলনাবাসীর সুখ-দুঃখকে লালন করি: নূর আহমদ

নিজস্ব প্রতিবেদক: আমাদের খুলনায় অনেক সংকট আছে। সেটা উত্তরণে আমার জায়গা থেকে যা করণীয় সেটা করব। আপনারা যে যেখানে আছেন, আপনারা দেশকে নিয়ে অর্থাৎ খুলনাবাসীকে নিয়ে ভাবুন। আসুন আমরা খুলনাবাসীর সুখ-দুঃখকে লালন করি। সময় আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার। আমি আশা করি এই সংগঠন খুলনাবাসীর জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করব। কথাগুলো বলেছেন ওজোপডিকোর চেয়ারম্যান ও ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক নূর আহমদ।

৩ মে শনিবার খুলনা বিভাগ উন্নয়ন পরিষদ ঢাকা আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নূর আহমদ বলেন, আমি সব সময় ভাবি কীভাবে দেশের সেবায় নিয়োজিত থাকবো। সাড়ে ৫ বছর পরে আমি হয়ত চাকরিতে থাকবো না। তবে আমি চেয়ারে থাকা অবস্থায় যা দিয়ে যাবো সেটাই আমার অর্জন। যে কোনো সংগঠনের জন্য দরকার স্বপ্নবাজ হওয়া। আপনাদের লিডারশিপ সে বিষয়কে গুরুত্ব দিবে। প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক দিককে গুরুত্ব দিতে হবে। অর্থ না থাকলে প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়া যাবে না।

তিনি আরও বলেন, আমাদের স্বেচ্ছাচারী হতে হবে। প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে এটি বড় গুরুত্ব বহন করে। অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো ভিতরে লিডার শীপে সমস্যা থাকায় এগিয়ে যেতে পারিনি।

সংগঠনের সভাপতি ডা. সাইফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রতিরক্ষা অডিট অধিদপ্তরের মহাপরিচালক শিকদার রাশেদ কামাল, খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি ও বাংলানিউজের নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, রোড এন্ড হাইওয়ে ডিপার্টমেন্টের পাবলিক রিলেশন এক্সপার্ট মো. ওয়াজেদ আলী, মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এর সাবেক প্রধান প্রকৌশলী মো. সারোয়ার শেখ, এডিবির সিনিয়র অ্যাডভাইজার তুষারেফ হোসেন, খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক নাসির আহমেদ রাসেল ও গ্লোবাল খুলনার প্রেসিডেন্ট মামুনুর রহমান তুহিন।

এছাড়া বক্তব্য রাখেন খুলনা বিভাগ উন্নয়ন পরিষদ ঢাকার সাধারণ সম্পাদক এস এম মুর্তুজা আলম বুলবুল, আয়োজক কমিটির সদস্য সচিব মল্লিক আসাদুর রহমান, খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকার অর্থ সম্পাদক আজিজুর রহমান, এ কে এম মাহবুবুর রহমান, মাকসুদুর রহমান সেলিম, মোল্লা ফারুক হোসেন, কাওছার বাচ্চু, লায়ন আজম খান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা খুলনা বিভাগের ১০টি জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভবনা এবং নানা দাবি উপস্থাপন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ