• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:৪৪:০৩ (02-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:৪৪:০৩ (02-May-2024)
  • - ৩৩° সে:

অপরাধ

রাজধানীতে ককটেল-পেট্রোল বোমাসহ আটক ২

২৭ ডিসেম্বর ২০২৩ রাত ০৯:০৭:৪১

রাজধানীতে ককটেল-পেট্রোল বোমাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কদমতলী থেকে ১৩টি ককটেল ও ১৫টি পেট্রোল বোমাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-১০। এসময় তাদের কাছে গান পাউডার ও কাচের গুড়া, ২টি কেচি ও ৭টি স্কচটেপসহ পেট্রোল বোমা ও ককটেল তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।

২৭ ডিসেম্বর বুধবার বেলা সাড়ে বারোটায় র‌্যাব ১০-এর অধিনায়ক মোঃ ফরিদ উদ্দিন জানান, ২৬ ডিসেম্বর মঙ্গলবার রাত আনুমানিক রাত ১০ টার দিকে কদমতলী থানাধীন শ্যামপুর পালপাড়া মন্দির রোড এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। গ্রেফতাররা হলেন নয়ন (২২) ও আলামিন (২৩)। 

এ সময় তিনি বলেন, ২৮ অক্টোবর থেকে বিএনপি বিভিন্ন নাশকতা করে আসছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচল করতে বিএনপির নেতাকর্মীরা অবরোধের নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাস, ট্রাক, সিএনজি, লেগুনা, এ্যাম্বুলেন্স ভাংচুর, ককটেল নিক্ষেপ এবং দাহ্য পদার্থ দ্বারা অগ্নিসংযোগ করে আসছে। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করছে। এরই ধারাবাহিকতায় তারা নাশকতার পরিকল্পনা করছিল।

গ্রেফতাররা জানায়, ৫৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সেলিম রেজা ও যুবদল নেতা আলমগীর হোসেনের নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, ধোলাইপাড়, গোলাপবাদ, ডেমরা, দনিয়া ও কদমতলীসহ আশপাশের বিভিন্ন এলাকায় নাশকতা করে আসছিল তারা। এছাড়া গ্রেফতার নয়নের বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানায় নাশকতা, চুরি ও মারামারির একাধিক মামলা রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





টানা ৮ দফায় কমলো স্বর্ণের দাম
২ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৩১:৩৮