• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:০৩:৩২ (03-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:০৩:৩২ (03-May-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

রাজধানীতে ‘বিশ্ব প্রবীণ দিবস’ উপলক্ষে র‌্যালি

১ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৭:৩৭

রাজধানীতে ‘বিশ্ব প্রবীণ দিবস’ উপলক্ষে র‌্যালি

নিজস্ব প্রতিবেদক: ‘বিশ্ব প্রবীণ দিবস’ উদযাপন উপলক্ষে অল বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি ও ডিমেনশিয়া কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

১ অক্টোবর রোববার সকাল ১০টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়ক থেকে র‌্যালি শুরু করে সোবহানবাগস্থ ড্যাফোডিল প্লাজায় এসে শেষ হয়।

ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে প্রবীণদের অধিকার ও মর্যাদার বিষয়ে  আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে চক্ষু, হৃদরোগ, মেমোরি/ ডিমেনশিয়া, ডায়াবেটিস ইত্যাদি রোগের পরীক্ষা ও প্রেসক্রিপশন প্রদানের মাধ্যমে স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করা হয়। চক্ষু পরীক্ষায় বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন কর্তৃক সার্বিক সহযোগিতা করা হয়।  

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. শারফুদ্দীন আহমেদ। শোভাযাত্রা উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতির মহাসচিব আবু আলম মো. শহীদ খান।

প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. শারফুদ্দীন আহমেদ প্রবীণদের জন্য একটি জেরিয়াট্রিক মেডিসিন ইন্সটিটিউট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন।  তিনি প্রবীণদের দৈনন্দিন জীবন ধারনের উপর বিজ্ঞানভিত্তিক পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানের সভাপতি অল বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ ঊদ্দীন আহমেদ ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠান পরিচালনা করেন সোসাইটির মহাসচিব ইঞ্জি. মোঃ ফজলুল হক।

ডিমেনশিয়ার উপর তথ্যভিত্তিক বক্তব্য রাখেন অনুষ্ঠানের সহ-আয়োজক  ডিমেনশিয়া কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব রাশেদ সোহরাওয়ার্দি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. মুহাম্মাদ আমিরুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ কবির আহমেদ ভূঞা ও অধ্যাপক ডা. হুমায়ূন কবির চৌধূরী প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ