• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:০১:২৩ (03-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:০১:২৩ (03-May-2024)
  • - ৩৩° সে:

অপরাধ

দক্ষিণখানে র‌্যাব পরিচয়ে অর্থ আত্মসাৎ, ২ প্রতারক আটক

১০ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:৩৩:১৪

দক্ষিণখানে র‌্যাব পরিচয়ে অর্থ আত্মসাৎ, ২ প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণখানের কসাইবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

৯ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে দক্ষিণখান থানার কসাইবাড়ি রেল লাইন সংলগ্ন আমির চাইনিজ এন্ড পার্টি সেন্টারে (২য় তলায়) অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব সদস্যরা।

আটক প্রতারক চক্রের সদসরা হলো, নেত্রকোনা জেলার পূর্বধলা থানার মৃত আব্দুল মান্নানের পুত্র মো. শহিদুল ইসলাম ওরফে তুহিন (৪০) ও একই থানার মৃত আব্দুর রশিদ তালুকদারের পুত্র মো. জুয়েল (৩২)।

এ সময় তাদের নিটক থেকে ৩টি মোবাইল ফোন, ২টি ক্রেডিট কার্ড, ১টি ভুয়া র‌্যাব পরিচয়পত্র এবং ভিকটিমের নিকট থেকে প্রতারণার মাধ্যমে নেয়া নগদ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র‌্যাবকে জানান, তারা নিজেদের আইন শৃঙ্খলা বাহিনীর অফিসার পরিচয় দিয়ে এলাকার সাধারণ মানুষকে ভয়-ভীতি প্রদর্শন করত। এছাড়া তারা অর্থের বিনিময়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে জমি উদ্ধার, চাকুরি দেওয়ার প্রলোভন ও সাধারণ মানুষের নিকট থেকে নানান প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল।

আটকদের বিরুদ্ধে ডিএমপির দক্ষিণখান থানায় মামলা দায়ের শেষে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ