• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:২৮:৩৮ (03-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:২৮:৩৮ (03-May-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

আব্দুল্লাহপুরে মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত

২৫ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:১৭:২৮

আব্দুল্লাহপুরে মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-জয়দেবপুর রেলপথের উত্তরার আব্দুল্লাহপুরে মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে।

২৫ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী ট্রেন টঙ্গী ব্রিজে ওঠার আগে উত্তরার ৬নং সেক্টরে আব্দুল্লাপুর এলাকায় লাইনচ্যুত হয়।

এই অংশের লাইনগুলো বেশ পুরনো। পুরনো লাইনের কারণে ট্রেন লাইনচ্যুত হতে পারে। এখনও নাশকতার কোনো আলামত না পেলেও বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সুনীল সূত্রধর বলেন, এটা কোনো নাশকতা কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা মালবাহী ট্রেনের টঙ্গী-আব্দুল্লাহ্পুর এলাকায় ব্রিজে ওঠার আগ মুহূর্তে পেছন থেকে পাঁচ বগি লাইনচ্যুত হয়ে পড়ে। বগিগুলো লাইনের বাইরে চলে যায়। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, ওই মালবাহী ট্রেন দুর্ঘটনার ফলে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা রাজশাহী রেললাইনে ট্রেন চলাচলের ব্যাঘাত ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








টানা ৮ দফায় কমলো স্বর্ণের দাম
২ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৩১:৩৮