• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ ভোর ০৫:৩১:২৫ (15-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ ভোর ০৫:৩১:২৫ (15-Oct-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

প্রশাসনের অনেকের ধমনি এখনও স্বৈরাচারের রক্ত প্রবাহিত হচ্ছে: সারজিস আলম

১ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৫:৪৭

প্রশাসনের অনেকের ধমনি এখনও স্বৈরাচারের রক্ত প্রবাহিত হচ্ছে: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: প্রশাসনের অনেকের ধমনি আর শিরায় এখনও স্বৈরাচার হাসিনার রক্ত প্রবাহিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। 

১ অক্টোবর মঙ্গলবার বেলা ১টায় শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

ইউনিভার্সিটি সংলগ্ন খেলার মাঠে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এ আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি।

সারজিস আলম বলেন, প্রশাসনসহ সরকারি প্রতিটি প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসররা এখনও সক্রিয় রয়েছে। তারা আন্দোলনের সময় গর্তে ঠুকে যায়, সেই গর্ত থেকে মুখ উঁচিয়ে সব কিছু পর্যবেক্ষণ করছে। তারা এখনও সুযোগের অপেক্ষায় আছে। তাদেরকে আর সুযোগ তৈরি করে দেওয়া যাবে না। আমাদের সবার জায়গা থেকে সতর্ক থাকতে হবে। ঘাপটিমারা এসব কর্মকর্তাদের চিহ্নিত করতে হবে।

তিনি বলেন, যেসব ছাত্র ভাইরা শহীদ হয়েছে হয়েছে, তাদের আত্মীয়রা থানায় গেলে এখনও ঘোরানো হচ্ছে। মামলা নিতে যেসব পুলিশ গড়িমসি করছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। পুলিশের যেসব সদস্যদের কারণে দেশের মানুষ তাদের বিরুদ্ধে চলে গিয়েছে। তাই পুলিশ এখন আওয়ামী লীগের খুনিদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে তাদের দুর্নামকে ঘোচাতে পারে।

ভারতকে বার্তা দিয়ে সারজিস বলেন, ভারতের আচরণের ওপর নির্ভর করবে তাদের সাথে আমাদের পররাষ্ট্রনীতি কেমন হবে। তারা যে আচরণ দেখাবে তেমনি ফেরত পাবে।

সভায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্-ই-আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক।

এ সময় শহীদ আব্দু নূরের বাবা হাফেজ আবুল বাশার, শহীদ আব্দুল্লাহ ইবনে জাহিদের মা ফাতেমাতুজ জহরা, শহীদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাকমিন, সুন্দরবন গ্রুপের চেয়ারম্যান ডা. আহসানুল কবীর, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সকল শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ উত্তরার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন
১৪ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮:২৩