ইবি প্রতিনিধি: আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন।
৯ মে শুক্রবার বিকেল ৩টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় অতিদ্রুত আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও নিষিদ্ধের দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আবু সাঈদের বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘ওয়ান টু থ্রী ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘২৪ এর বাংলায়, সন্ত্রাসের ঠাই নাই’, ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’, ক্ষমতা না জনতা, জনতা জনতাসহ বিভিন্ন স্লোগান দেয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, জুলাই আগস্টে ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু আন্দোলনের প্রায় এক বছর হলেও আওয়ামী লীগের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোনো পদক্ষেপ নেয়নি। হাজারো ছাত্র জনতা আন্দোলনে রক্ত দিয়েছে। এই সরকার ছাত্র জনতার রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু আমরা যখনই আওয়ামী লীগ নিষিদ্ধ চাই তখন সরকার বিভিন্ন প্রক্রিয়ার কথা বলে। কিন্তু তারা এটা ভুলে গেছে যে কোনো নিয়ম মেনে আওয়ামী লীগের পতন করা হয় নি। ছাত্র জনতা তাদের টেনে ক্ষমতা থেকে নামিয়েছে। এখন দেশের প্রতিটি জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘুরে বেড়ায়। কিন্তু সরকার তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।
তারা আরও বলেন, আমরা সরকারকে বলতে চাই আর কত রক্তের পরে আপনারা আওয়ামী লীগের বিচার করবেন তাদের নিষিদ্ধ করবেন। আর কালবিলম্ব ছাত্র জনতা মেনে নিবে না। অতি দ্রুত আওয়ামী লীগের বিচার করতে হবে। সকলকে আইনের আওতায় আনতে হবে। সেই সাথে জুলাই ঘোষণাপত্র অতি দ্রুত দিতে হবে। বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে ছাত্র জনতা ঘরে ফিরবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available