• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩২ রাত ০৩:৫৬:০৩ (10-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩২ রাত ০৩:৫৬:০৩ (10-May-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

একটি গোষ্ঠী ক্ষমতার মোহে পড়ে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে: আমিনুল হক

৯ মে ২০২৫ সন্ধ্যা ০৭:২৬:৩৬

একটি গোষ্ঠী ক্ষমতার মোহে পড়ে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে: আমিনুল হক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করছি। কিন্তু একটি গোষ্ঠী ক্ষমতার মোহে পড়ে গেছে। তারা সংস্কারের কথা বলে বিভিন্ন অযুহাতে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে। বিএনপি ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গনে আর দলীয়করণ হবে না। আমরা রাষ্ট্র কাঠামোকেও দলীয়করণ করবো না। স্বৈরাচারী সরকার যেভাবে জুলুম, নির্যাতন চালিয়েছে, গত জুলাইয়ে যেভাবে ছাত্রদের, বিএনপি নেতাকর্মীদের গুলি করে হত্যা করেছে, আমরা সেই স্বৈরাচারীর বিচার অবশ্যই করব।

৯ মে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় যুব শক্তি সামাজিক সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

অনুষ্ঠানের সভাপতিত্ব  করেন নারায়ণগঞ্জ  জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

বিএনপি নেতা আমিনুল হক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গনে আর দলীয়করণ হবে না। আমরা রাষ্ট্র কাঠামোকেও দলীয়করণ করবো না। স্বৈরাচারী সরকার যেভাবে জুলুম, নির্যাতন চালিয়েছে, গত জুলাইয়ে যেভাবে ছাত্রদের, বিএনপি নেতাকর্মীদের গুলি করে হত্যা করেছে, আমরা সেই স্বৈরাচারীর বিচার অবশ্যই করব।

তিনি বলেন, ক্রীড়াঙ্গনে এখনও আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে। এদের রেখে আপনারা সংস্কার করতে পারবেন না। বিএনপি আরও দুই বছর আগে ৩১ দফা সংস্কারের দাবি উপস্থাপন করেছে। আমরা আপনাদের চেয়ে বিচার কোনো অংশে কম চাই না। আপনারা সতর্ক থাকবেন। আওয়ামী লীগের প্রেতাত্মারা এ সরকারের ভেতরে ঢুকে নির্বাচনে পেছানোর জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট সারা বাংলাদেশে চলছে। এ টুর্নামেন্ট শেষ করার পর খালেদা জিয়ার নামে মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে।

আমিনুল বলেন, আমি যখন বলেছি খালেদা জিয়ার নামে ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট হবে, এটাকে অনেকে ভুল ভাবে উপস্থাপন করেছে। আমরা বলেছি আমরা দলীয় উদ্যোগে এ খেলার আয়োজন করব। এটা রাষ্ট্রীয় আয়োজনে হবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ