• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৩:২৮ (09-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৩:২৮ (09-May-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

অর্থাভাবে থেমে যাচ্ছিল চবি শিক্ষার্থীর পড়াশোনা, পাশে দাঁড়ালো ছাত্রদল

৯ মে ২০২৫ দুপুর ০১:০১:১৩

অর্থাভাবে থেমে যাচ্ছিল চবি শিক্ষার্থীর পড়াশোনা, পাশে দাঁড়ালো ছাত্রদল

চবি প্রতিনিধি: তীব্র আর্থিক সঙ্কটে পড়াশোনা ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী দিলীপ রায় জীবনের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

৮ মে বৃহস্পতিবার দিলীপের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। 

দিলীপ রায় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

এর আগে, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার’ নামক ফেসবুক গ্রুপে এক পোস্টে নিজের তীব্র আর্থিক সঙ্কটের কথা উল্লেখ করে পড়াশোনার ইতি টানার ঘোষণা দেন তিনি। একইসঙ্গে সামর্থ্যবানদের প্রতিও এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন এই চবি শিক্ষার্থী।

ওই স্ট্যাটাসে তিনি বলেন, “অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। আশা ছিল, একদিন পড়ালেখা শেষ করে সংসারের হাল ধরবো, বাবার কষ্টের একটা শেষ হবে- কিন্তু আজ সবকিছু থেমে যাচ্ছে।”

“আমার বাবা একজন ভূমিহীন দিনমজুর। যিনি দিনের পর দিন গরমে, বৃষ্টিতে, রোদে কাজ করে আমাদের পরিবারের অন্ন জোগান। তার জন্য বিশ্ববিদ্যালয়ে একজন সন্তানকে পড়ানো মানে পাহাড় টেনে নেওয়ার মতো কঠিন। আমি চেষ্টা করেছিলাম কোনোভাবে খরচ চালিয়ে পড়ালেখা চালিয়ে যাব। কিন্তু এখন দেখি, নিজের খরচ চালানো, বই কেনা, থাকা-খাওয়া-সব কিছু মিলিয়ে সেই চেষ্টাটা আমার জন্য অনেক বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। অনেক সংকোচের কারণে আমি কাউকে কিছু বলতে পারিনি। এতদিন ক্লাসেও উপস্থিত ছিলাম না, কারণ, আমার থাকার জায়গাটাও নাই।” যোগ করেন দিলীপ।

তিনি আরও বলেন, “আজ সত্যিই চোখের সামনে আমার স্বপ্ন ভেঙে যাচ্ছে। পড়ালেখাটা আর চালিয়ে যেতে পারছি না শুধু টাকার অভাবে। এমতাবস্থায় কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আমাকে সাহায্য করেন, আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব।”

এ বিষয়ে চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন “দীলিপের স্ট্যাটাসটি দেখার পর আমি বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল ভাইকে জানালে তিনি দীলিপের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা প্রদান করেন। তার দেওয়া আর্থিক অনুদান ছাত্রদলের পক্ষ থেকে দীলিপের হাতে তুলে দেওয়া হয়েছে। আগামীতেও দীলিপের পড়ালেখার জন্য যাবতীয় সহায়তার কথা জানিয়েছেন মীর হেলাল ভাই।”

তিনি আরও বলেন, “মানবিক দিক বিবেচনা করে দীলিপের জন্য হলে আবাসনের ব্যবস্থা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।”

শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “ছাত্ররাজনীতি হচ্ছে শিক্ষার্থীদের কল্যাণের জন্য। আমাদের প্রত্যাশা, ছাত্রদলের ন্যায় অন্যান্য সংগঠনও দীলিপ এবং দীলিপের মতো শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ